Wednesday 14 August 2019

আল্লাহ ওগো আল্লাহ

আল্লাহ ওগো আল্লাহ
====================
আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও, মাফ করে দাও (২)

যত দিন এই জীবন বিনা বাজিবে
সু পথে চালাও মাফ করে দাও
সু পথে চালাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও

তোমাকে না দেখিয়া
নবী কে না চিনিয়া ঈমান এনেছি তবুও (২)
এই উসিলায় রহমও দয়া বিলাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও, মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

কাওকে শরিনা, কাওকে ডরিনা
তোমাতে শির দেয়ই তবুও (২)
এই উসিলায় বিপদে পার করে নাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

কারো কাছে হারিনা কারো অনুসারিনা
তব দ্বারে হাত পাতি তবুও (২)
এই উসিলায় চিরো সুখি জান্নাত এ দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

স্বার্থকে ত্যাগিয়া বুকে মোরে আগিয়া
মা বাবা গেলো ঘরে চলিয়া....(২)
এই উসিলায় মা বাবা কে জান্নত এ নাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যত দিন এই জীবন বিনা বাজিবে
সু পথে চালাও মাফ করে দাও
সু পথে চালাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও, মাফ করে দাও

Thursday 18 July 2019

হেরা হতে হেলে দুলে

হেরা হতে হেলে দুলে
কাজী নজরুল ইসলাম
--------------------------------
হেরা হতে হেলে দুলে নূরানী তনু কে আসে হায়, 
সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়
— সে যে আমার কামলিওয়ালা
— কামলিওয়ালা।।
তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে।।
পর্বত জঙ্গম টলমল টলে,।।
খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল।।
ঝ’রে ঝ’রে যায়
— সে যে আমার কামলিওয়ালা
— কামলিওয়ালা।।
আসমানে মেঘ চলে ছায়া দিতে,
পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে,
বিজলি চায় মালা হতে,
পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়
— সে যে আমার কামলিওয়ালা
— কামলিওয়ালা।।

নাম মোহাম্মদ বোল রে মন

নাম মোহাম্মদ বোল রে মন
কাজী নজরুল ইসলাম
----------------------------------------
নাম মোহাম্মদ বোল রে মন
নাম আহমদ বোল।।।
যে নাম নিয়ে চাঁদ-সেতারা আসমানে খায় দোল।।

পাতায় ফুলে যে নাম আঁকা,
ত্রিভুবনে যে নাম মাখা,
যে নাম নিতে হাসিন ঊষার রাঙে রে কপোল।।

যে নাম গেয়ে ধায় রে নদী,
যে নাম সদা গায় জলধি,
যে নাম বহে নিরবধি পবন হিল্লোল।।

যে নাম রাজে মরু-সাহারায়,
যে নাম বাজে শ্রাবণ-ধারায়,
যে নাম চাহে কাবার মসজিদ
— মা আমিনার কোল।।

Tuesday 11 June 2019

কিউঁ লোগ ইয়ে কেহতি হ্যায়, গমখারে নেহী মিলতা,

*কিউঁ লোগ ইয়ে কেহতি হ্যায়, গমখারে নেহী মিলতা,
তৈয়বা/মদিনে মে চলা জায়ে জিছে পিয়ার নেহী মিলতা।
*মিলতা হ্যায় ছুকু আখের ছরকারে কি ক্বদমো মে,
জব দিল কো কোয়ি সাচ্ছা, দিলদার নেহী মিলতা।
*হার গম মিটজাতা হ্যায়, ছরকারে কি ক্বদমো মে,
মিলতি হ্যায় দাওয়া লেকিন বিমার নেহী মিলতা।
*আও চলে তৈয়বা ম্যায় দুনিয়া কি তু আ'দত হ্যায়,
ছ' বার ছাওয়াল করি, একবার নেহী মিলতা।
*ওহ্ এককি নগরি হ্যায় সুলতানে দো'আলম কি,
জিছ নগরি ম্যায় ছুননে কো ইনকার নেহী মিলতা।
*ওহ্ দিন মেরা দিলুকি বেচাইন গুযরতা হ্যায়,
জিছ দিন কো ইয়ে পাণ্জ্ঞতানকা হুবদার নেহী মিলতা।
*** বাংলা অনুবাদ:
১। মানুষ কেন এ বলে, দুঃখ মোচনকারী মিলছে না!!!
মদিনা শরীফে(নবীর প্রেমে পাগল হও) চলে যাও, যার নিকট ভালবাসা মিলছে না।
২। তখন সর্বশেষ চোখের (মনের) প্রশান্তি মিলে, নবীজির ক্বদম (ভালবাসায়) মোবারকে,
যখন অন্তরের জন্য সত্যিকারের কোন মনের মানুষ মিলে না।
৩। সকল দুঃখ লাঘব হয়ে যাবে নবীজির ক্বদম (ভালবাসায়) মোবারকে,
(কেননা নবীজির ভালবাসায়) সব কিছুর ঔষধ( সমাধান) মিলে কিন্তু কোন অসুখ(সমস্যা) মিলে না।
৪। আস মদিনা শরীফে যাই (নবীর প্রেমে পাগল হই) (কেননা) দুনিয়ার স্বভাব হচ্ছে,
আমি তার (দুনিয়ার ভালবাসার) নিকট শতবারও চাই, (কিন্তু) একবারও কিছু মিলে না। (অথচ নবীর প্রেমে যা চাইবে, তা পাবে)
৫। উভয় জগতের সরদারের সেটা এমন একটি নগর (মদিনা শরীফ),
যা (সে নগরের নাম) শোনার পর ( কারো অন্তরে) অস্বীকার মিলে না।
৬। ঐ দিন (হাশরের দিন) আমার অন্তরে অশান্তি বিরাজ করবে,
যে দিন (হাশরের) যতক্ষন না এ পাঁচজনের (আউলাদে রাসুলগণের) ভালবাসা (সুপারিশ) মিলবে না।

Wednesday 8 May 2019

বালাগাল উলা বিকামালিহি

=========================
বালাগাল উলা বিকামালিহি
কাশাফাদ্দোজা বিজামালিহি
হাসুনাত জামিউ খিছালিহি
সাল্লু আলাইহি ওয়ালিহি ॥

বাঁচিব না তোমায় ছাড়া
তোমাতে প্রাণ আত্মহারা
জলদি করে দাওগো দীদার
করছে জীবন ত্রাহি ত্রাহি ॥

তুমি আমার প্রিয় স্বজন
তুমি ছাড়া নয় কেউ আপন
সকল মত পথ ছেড়ে আমি
হয়ে গেলাম তোমার রাহী ॥

পাপে ভরা এ সংসারে
মন ছুটে যায় তোমার দ্বারে
উড়াল দিয়ে তোমার শহর
মদিনাতে যেতে চাহি ॥

বন্ধু তুমি মহান রবের
শ্রেষ্ঠ তুমি সৃষ্টিকুলের
কবুল করো আমায় তুমি
তোমার শানে গজল গাহি ॥

ধন্য হয়ে তোমার উম্মত
করবে জামিন সেই কিয়ামত
নেই যে শঙ্কা মোদের মনে
আমরা তোমার পতাকাবাহী ॥

মরণ তরী ভিঙবে যেদিন
ঢুকে যাবো লাশের কফিন
তোমার দয়ায় হই যেন গো
জান্নাতের মেহমান শাহী ॥

আমার আপন কেউ নেই
আমি তো আর নয় সেই
হারিয়ে গেছি অজানায়
প্রিয় নাও ডেকে মদিনায় ॥

তোমায় পাবার আশে পথে হাঁটা
তবু কেন হতাশায় পিছু হটা
দূর করে দাও নবী পথের কাঁটা
ডুবাও তোমার প্রেম দরিয়ায় ॥

কত শত স্বপ্নেরা মাথায় ঘুরে
আমার স্বপ্ন শুধু তোমাকে ঘিরে
তুমি হীন এ জীবন বঙ অসহায়
ছটপট করে যেন মরু সাহারায় ॥

তপ্ত হৃদয় বাগে বৃষ্টি ঢালো
ফারানের ঐ নূর জ্বালো জ্বালো
কাছে যেতে প্রাণপাখি ডানা ঝাপটায় ॥

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই


-কাজী নজরুল ইসলাম-
==================================

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।।

আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।
গোর - আজাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই।।

কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত
ঐ মসজিদে করে রে ভাই, কোরান তেলাওয়াত।
সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই।।

কত দরবেশ ফকির রে ভাই, মসজিদের আঙ্গিনাতে
আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে,
আমি তাদের সাথে কেঁদে কেঁদে 
(আল্লার নাম জপতে চাই) ।।

আল্লাহ আমার প্রভু

-কাজী নজরুল ইসলাম-
==================================
আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়।
আমার নবী মোহাম্মদ, যাঁহার তারিফ জগৎময়।।

আমার কিসের শঙ্কা,
কোরান আমার ডঙ্কা
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।।

কালেমা আমার তাবিজ, তৌহিদ আমার মুর্শিদ,
ঈমান আমার ধর্ম, হেলাল আমার খুর্শিদ।
'আল্লাহু আকবর' ধ্বনি
আমার জেহাদ- বাণী?
আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যেথায় রয়।।

আরব মেসের চীন হিন্দ মুসলিম- জাহান মোর ভাই,
কেহ নয় উচ্চ কেহ নীচ, এখানে সমান সবাই।
এক দেহ এক দিল এক প্রান,
আমীর ফকির এক সমান,
এক তকবীরে উঠি জেগে, আমার হবেই হবে জয়।।

বক্ষে আমার কাবার ছবি

-কাজী নজরুল ইসলাম-
--------------------------
বক্ষে আমার কাবার ছবি,
চক্ষে মোহাম্মদ রাসুল।
শিরোপরি মোর খদার আরশ
গাই তারি গান পথ বেভুল।।

পাইলির প্রেমে মজনু পাগল,
আমি পাগল 'লা- ইলা'র,
প্রেমিক দরবেশ আমায় চিনে
অ-রসিকে কয় বাতুল।।

হৃদয়ে মোর খুশীর বাগান,
বুলবুলি তায় গায় সদাই-
ওরা খোদার রহম মাগে
আমি খোদার 'ইশক' চাই।।

আমার মনের মসজিদে দেয়
আজান হাজার 'মুয়াজ্জিন',
প্রানের 'লওহে' কোরান লেখা
'রুহ' পড়ে তা রাত্রিদিন।

খাতুনি জিন্নত আমার মা,
হাসান হোসেন চোখের জল,
ভয় করিনা রোজ- কিয়ামত
পুল- সিরাতের কঠিন পুল।।

কোথা সে মুসলমান


-কাজী নজরুল ইসলাম-
--------------------

আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান।
কোথা সে আরিফ, অভেদ যাহার জীবন- মৃত্য- জ্ঞান।।

যার মুখে শুনি তওহিদের কালাম
ভয়ে মৃত্যুও করিত সালাম;
যার দ্বীন দ্বীন রবে কাঁপিত দুনিয়া জ্বীন পরী ইনসান।।

স্ত্রী- পুত্ররে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক
সেহে কোরবানী দিত প্রান, হায়! আজ তারা মাগে বিখ।

কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া
ত্রিভুবনে ভয় করিত না যারা,
আজাদ করিতে এসেছিল যারা সাথে ল'য়ে কোরান।।

ফাতেমা দুলাল কাঁদে

-কাজী নজরুল ইসলাম-
----------------------
ফোরাতের পানিতে নেমে ফাতেমা দুলাল কাঁদে
অঝোর নয়নে রে।
দু'হাতে তুলিয়া পানি ফেলিয়া দিলেন অমনি
পড়িল কি মনে রে।।

দুধের ছাওয়াল আসগর এই পানি ছাহিয়ে রে
দুষ্মনের তীর খেয়ে বুকে ঘুমাল খুন পিয়ে রে,
শাদীর নওশা কাসেম শহীদ এই পানি বহনে রে।।

এই পানিতে মুছিল রে হাতের মেহেদী সকীনার,
এই পানিরই ঢেউয়ে ওঠে তারি মাতম হাহাকার,
শহীদানের খুন মিশে আছে এই পানিরই সনে রে।।

বীর আব্বাসের বাজু শহীদ হলো এরি তরে রে,
এই পানি বিহনে জয়নাল খিমায় তৃষ্ণায় মরে রে,
শোকে শহীদ হলেন হোসেন জয়ী হয়েও রণে রে।।

আল্লাহ ওগো আল্লাহ

আল্লাহ ওগো আল্লাহ ==================== আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও (২) যত দিন এই জীবন বিনা বাজিবে সু পথে চালাও মাফ করে...