Sunday, 21 April 2019

ঐ খুঁটিহীন নীল আকাশ

ঐ খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে
তুমি কুদরতি ইশারায় রেখেছো
এই শ্যামল পৃথিবীর চিত্রখানী
তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো
ওগো আল্লাহ, শোকর তোমার
আমারে যে মুসলিম করেছো(লাইটি-২ বার)

তুমি সাগরের বুকে দিলে কান্না
তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা (২)
আজ নিশিরাতের ঐ দূর নীলিমায়(লাইটি-২ বার)
তুমি আলোর প্রদীপখানী জ্বেলেছো
ওগো আল্লাহ শোকর তোমার
আমারে যে মুসলিম করেছো (লাইটি-২ বার)

তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছো প্রাণ
গাইতে এ দুনিয়ায় তোমারি গান (লাইটি-২ বার)
এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম (লাইটি-২ বার)
তার মরণ খাতায় নাম লিখেছো
ওগো আল্লাহ শোকর তোমার
আমারে যে মুসলিম করেছো (লাইটি-২ বার)

69 comments:

  1. Replies
    1. মাশাআল্লাহ

      Delete
    2. মাশাল্লাহ অসাধারণ

      Delete
    3. Eta amar priyo gojol

      Delete
  2. এই গজল টা আমার কাছে অনেক ভালো লাগলো

    ReplyDelete
  3. এ গজলটি আমি নিজে নিজে শিখতে শিখার চেষ্টা করতেছি,, এটি অনেক একটি সুন্দর গজল।

    ReplyDelete
  4. অবশেষে একটা মনের মতো লেখা গজল পেলাম

    ReplyDelete
  5. মাশাল্লাহ গজলটা অনেক সুন্দর লাগলো আমার কাছে

    ReplyDelete
  6. আমার প্রিয় গজল এইটা🥰

    ReplyDelete
  7. মাশাআল্লাহ

    ReplyDelete
  8. মাসাআল্লাহ খুব সুন্দর গজল

    ReplyDelete
    Replies
    1. মাশা আল্লাহ

      Delete
  9. মাশ আল্লাহ।। আল্লাহ পাক সবাইকে বুঝার জন্য তৌফিক দান করুন।। আমিন।।

    ReplyDelete
  10. মাশাআল্লাহ

    ReplyDelete
  11. অসাধারন একটা গজল

    ReplyDelete
  12. মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গজল।

    ReplyDelete
  13. মাশা-আল্লাহ

    ReplyDelete
  14. মাশা-আল্লাহ

    ReplyDelete
  15. মাশাল্লাহ খুব সুন্দর একটি গজল

    ReplyDelete
  16. মাশা আল্লাহ

    ReplyDelete
  17. অসম্ভব ভালো লাগছে।।

    ReplyDelete
  18. আলহামদুলিল্লাহ

    ReplyDelete
  19. আলহামদুলিল্লাহ। অসাধারণ গজল

    ReplyDelete
  20. মাশায়াল্লাহ

    ReplyDelete
  21. মাশাল্লাহ

    ReplyDelete
  22. গজলটির লেখক কে জানতে পারব কি

    ReplyDelete
  23. মাশা আল্লাহ

    ReplyDelete
  24. মাশাআল্লাহ

    ReplyDelete
  25. মাশাআল্লাহ

    ReplyDelete
  26. মাশাআল্লাহ

    ReplyDelete
  27. খুব সুন্দর গজল আমি শেখার চেষ্টা করছি

    ReplyDelete
  28. মাশা-আল্লাহ

    ReplyDelete
  29. মাশাআল্লাহ

    ReplyDelete
  30. ইসলাম সংগীত মধ্যে এটাই সেরা‌

    ReplyDelete
  31. আমার সবচেয়ে প্রিয় গজলের মাঝে একটা গজল। আহ প্রাণ শীতল হয়ে যায়।

    ReplyDelete
  32. """মাশাআল্লাহ"""

    ReplyDelete
  33. এই গজলটি কে লিখেছেন!

    ReplyDelete
  34. মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে গজলটা

    ReplyDelete
  35. মাশা-আল্লাহ অনেক সুন্দর একটি গজল 🌺

    ReplyDelete
  36. অনেক উপকার হলো, শুকরিয়া ভাইজান

    ReplyDelete
  37. আসলেই গজলটা গেয়ে অনেক শান্তি পাইছি

    ReplyDelete
  38. Ma shaa Allah

    ReplyDelete
  39. অসম্ভব ভালো লাগে এটি।

    ReplyDelete
  40. মাশাল্লাহ 🥰😍

    ReplyDelete
  41. সত্যিই অসাধারণ!!!

    ReplyDelete
  42. সত্যিই অসাধারণ!!!

    ReplyDelete
  43. মাশাআল্লাহ

    ReplyDelete
  44. Mashallah,A nice islamic song. It have filled my heart.😊😊😊

    ReplyDelete
  45. মাশাআল্লাহ

    ReplyDelete
  46. মাশাআল্লাহ

    ReplyDelete
  47. মাশা-আল্লাহ অনেক সুন্দর হয়েছে
    গজল টি

    ReplyDelete
  48. আপনার নামটা একচু বলবেন আমার মোবাইল নম্বর 01717001428 দিয়েছি একটু কল করবেন ভাই!

    ReplyDelete
  49. ভালো হয়েছে

    ReplyDelete
  50. গজল এর একটা লাইন change করা অতি প্রয়োজন, "এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম" এটি change করেন কারন " আল্লাহ স্রষ্টা তিনি সৃষ্টি করেন , কাউকে জন্ম দেন না, Refarence : সুরা আল-ইখলাস _لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ۝ _তিনি কাউকে জন্ম দেননি, এবং কেউ তাকে জন্ম দেয়নি।

    ReplyDelete
  51. মাশাল্লাহ🥰

    ReplyDelete
  52. মাশাআল্লাহ

    ReplyDelete
  53. মাশাল্লাহ এত সুন্দর গজল আল্লাহ এই গজল যিনি লিখেছেন তাকে তুমি আরো জ্ঞান দান করো যেন সুন্দর সুন্দর গজল লিখতে পারে

    ReplyDelete
  54. খুব সুন্দর করে লিখেছেন ভাই আপনি সহজভাবে

    ReplyDelete
  55. আরো চাই লেখা ।যেগুলো পপুলার।

    ReplyDelete
  56. আলহামদুলিল্লাহ আমি মুসলিম। লা ইলাহা ইল্লাল্লহু মুহাম্মাদুর রসুলুল্লাহ সা:

    ReplyDelete

আল্লাহ ওগো আল্লাহ

আল্লাহ ওগো আল্লাহ ==================== আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও (২) যত দিন এই জীবন বিনা বাজিবে সু পথে চালাও মাফ করে...