Showing posts with label হামদ. Show all posts
Showing posts with label হামদ. Show all posts

Wednesday, 14 August 2019

আল্লাহ ওগো আল্লাহ

আল্লাহ ওগো আল্লাহ
====================
আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও, মাফ করে দাও (২)

যত দিন এই জীবন বিনা বাজিবে
সু পথে চালাও মাফ করে দাও
সু পথে চালাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও

তোমাকে না দেখিয়া
নবী কে না চিনিয়া ঈমান এনেছি তবুও (২)
এই উসিলায় রহমও দয়া বিলাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও, মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

কাওকে শরিনা, কাওকে ডরিনা
তোমাতে শির দেয়ই তবুও (২)
এই উসিলায় বিপদে পার করে নাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

কারো কাছে হারিনা কারো অনুসারিনা
তব দ্বারে হাত পাতি তবুও (২)
এই উসিলায় চিরো সুখি জান্নাত এ দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

স্বার্থকে ত্যাগিয়া বুকে মোরে আগিয়া
মা বাবা গেলো ঘরে চলিয়া....(২)
এই উসিলায় মা বাবা কে জান্নত এ নাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যত দিন এই জীবন বিনা বাজিবে
সু পথে চালাও মাফ করে দাও
সু পথে চালাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও, মাফ করে দাও

Wednesday, 8 May 2019

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই


-কাজী নজরুল ইসলাম-
==================================

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।।

আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।
গোর - আজাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই।।

কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত
ঐ মসজিদে করে রে ভাই, কোরান তেলাওয়াত।
সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই।।

কত দরবেশ ফকির রে ভাই, মসজিদের আঙ্গিনাতে
আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে,
আমি তাদের সাথে কেঁদে কেঁদে 
(আল্লার নাম জপতে চাই) ।।

আল্লাহ আমার প্রভু

-কাজী নজরুল ইসলাম-
==================================
আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়।
আমার নবী মোহাম্মদ, যাঁহার তারিফ জগৎময়।।

আমার কিসের শঙ্কা,
কোরান আমার ডঙ্কা
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।।

কালেমা আমার তাবিজ, তৌহিদ আমার মুর্শিদ,
ঈমান আমার ধর্ম, হেলাল আমার খুর্শিদ।
'আল্লাহু আকবর' ধ্বনি
আমার জেহাদ- বাণী?
আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যেথায় রয়।।

আরব মেসের চীন হিন্দ মুসলিম- জাহান মোর ভাই,
কেহ নয় উচ্চ কেহ নীচ, এখানে সমান সবাই।
এক দেহ এক দিল এক প্রান,
আমীর ফকির এক সমান,
এক তকবীরে উঠি জেগে, আমার হবেই হবে জয়।।

বক্ষে আমার কাবার ছবি

-কাজী নজরুল ইসলাম-
--------------------------
বক্ষে আমার কাবার ছবি,
চক্ষে মোহাম্মদ রাসুল।
শিরোপরি মোর খদার আরশ
গাই তারি গান পথ বেভুল।।

পাইলির প্রেমে মজনু পাগল,
আমি পাগল 'লা- ইলা'র,
প্রেমিক দরবেশ আমায় চিনে
অ-রসিকে কয় বাতুল।।

হৃদয়ে মোর খুশীর বাগান,
বুলবুলি তায় গায় সদাই-
ওরা খোদার রহম মাগে
আমি খোদার 'ইশক' চাই।।

আমার মনের মসজিদে দেয়
আজান হাজার 'মুয়াজ্জিন',
প্রানের 'লওহে' কোরান লেখা
'রুহ' পড়ে তা রাত্রিদিন।

খাতুনি জিন্নত আমার মা,
হাসান হোসেন চোখের জল,
ভয় করিনা রোজ- কিয়ামত
পুল- সিরাতের কঠিন পুল।।

কোথা সে মুসলমান


-কাজী নজরুল ইসলাম-
--------------------

আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান।
কোথা সে আরিফ, অভেদ যাহার জীবন- মৃত্য- জ্ঞান।।

যার মুখে শুনি তওহিদের কালাম
ভয়ে মৃত্যুও করিত সালাম;
যার দ্বীন দ্বীন রবে কাঁপিত দুনিয়া জ্বীন পরী ইনসান।।

স্ত্রী- পুত্ররে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক
সেহে কোরবানী দিত প্রান, হায়! আজ তারা মাগে বিখ।

কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া
ত্রিভুবনে ভয় করিত না যারা,
আজাদ করিতে এসেছিল যারা সাথে ল'য়ে কোরান।।

Tuesday, 7 May 2019

Man Ahabba Lillah Lyric, Composition & Sung: Abdus Shakur Tuhin

Man Ahabba Lillah, Wa Abgodha Lillah.
Wa Mana’a Lillah, Wa A’ta Lillah.
Fa Qa Dis Takmalal Eman.
Allah Allah, Allahu Allah.

If u love someone then love for only Allah,
If u hate someone then hate for only Allah.
If u give something then give for only Allah,
If u give nothing, don’t give for only Allah.
Only for Allah, Only for Allah.
Everything should be done only for Allah.

There will be nothing to shade in the doomsday,
Everyone will be burnt by the hot sun ray.
Those who love each other only for Allah,
They’ll get shelter under shade of A’rshallah.
Allahu Allah, Allahu Allah,
Everything should be done only for Allah.

Sunday, 21 April 2019

সাগরের ঢেউয়ের দোলাতে

---------------------------------
সাগরের ঢেউয়ের দোলাতে
পাহাড়ের ঝর্ণা ধারাতে (২),
কত যে স্বপন সুষম
মহন, মহিমো, গোপন, গরিমায়
রেখেছ হৃদয় ভোলা তে (ঐ)
পাখিদের কুজন কাকুলি
সবুজের সোহাগ শ্যামলী (২)
গাহে যে তোমারি গান
ছড়িয়ে সুরেরি তান (২)
হৃদয়ের পাপড়ি খোলাতে (লাইটি ২ বার)(ঐ)
নীলীমার নিখুত নিলয়
পৃথিবীর বিপুল বিষয়
দিয়েছো শোভায় অপরান
হে মহান,  হে মহিয়ান
বিহনের বিমল বাতাসে.....
অসীমের আকুল আভাসে(২)
দেখি যে তোমারি শান
হে খোদা, হে রহমান (২)
জীবনের হিসাব মিলাতে (২) (ঐ)

ঐ খুঁটিহীন নীল আকাশ

ঐ খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে
তুমি কুদরতি ইশারায় রেখেছো
এই শ্যামল পৃথিবীর চিত্রখানী
তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো
ওগো আল্লাহ, শোকর তোমার
আমারে যে মুসলিম করেছো(লাইটি-২ বার)

তুমি সাগরের বুকে দিলে কান্না
তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা (২)
আজ নিশিরাতের ঐ দূর নীলিমায়(লাইটি-২ বার)
তুমি আলোর প্রদীপখানী জ্বেলেছো
ওগো আল্লাহ শোকর তোমার
আমারে যে মুসলিম করেছো (লাইটি-২ বার)

তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছো প্রাণ
গাইতে এ দুনিয়ায় তোমারি গান (লাইটি-২ বার)
এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম (লাইটি-২ বার)
তার মরণ খাতায় নাম লিখেছো
ওগো আল্লাহ শোকর তোমার
আমারে যে মুসলিম করেছো (লাইটি-২ বার)

তুমি রহমান

কাজী নজরুল ইসলাম

তুমি রহমান, তুমি মেহেরবান
অন্ধ গাহেনা শুধু তোমারি গুনগান
বুঝেও বুঝেনা তব শান।।

জনম জনম যদি গাহি
তোমারি করুণা গাওয়া
শেষ হবে নাহি।(২)
ভরেও ভরে না যেন
সাহার এ প্রাণ।।


তোমারি করুণা ঘেরা
সারা দুনিয়া
সেকথা ভাবেন শুধু
বধির হিয়া।
কখনও তোমারে যদি ভুলি
হেদায়াতের আলো দিয়ে
নিও কাছে তুলি।

ঠাই দিও প্রিয়তম
ওগো দয়াময়।।

আল্লাহ ওগো আল্লাহ

আল্লাহ ওগো আল্লাহ ==================== আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও (২) যত দিন এই জীবন বিনা বাজিবে সু পথে চালাও মাফ করে...