Showing posts with label নাতে মুস্তফা ( সাঃ). Show all posts
Showing posts with label নাতে মুস্তফা ( সাঃ). Show all posts

Thursday, 18 July 2019

হেরা হতে হেলে দুলে

হেরা হতে হেলে দুলে
কাজী নজরুল ইসলাম
--------------------------------
হেরা হতে হেলে দুলে নূরানী তনু কে আসে হায়, 
সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়
— সে যে আমার কামলিওয়ালা
— কামলিওয়ালা।।
তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে।।
পর্বত জঙ্গম টলমল টলে,।।
খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল।।
ঝ’রে ঝ’রে যায়
— সে যে আমার কামলিওয়ালা
— কামলিওয়ালা।।
আসমানে মেঘ চলে ছায়া দিতে,
পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে,
বিজলি চায় মালা হতে,
পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়
— সে যে আমার কামলিওয়ালা
— কামলিওয়ালা।।

নাম মোহাম্মদ বোল রে মন

নাম মোহাম্মদ বোল রে মন
কাজী নজরুল ইসলাম
----------------------------------------
নাম মোহাম্মদ বোল রে মন
নাম আহমদ বোল।।।
যে নাম নিয়ে চাঁদ-সেতারা আসমানে খায় দোল।।

পাতায় ফুলে যে নাম আঁকা,
ত্রিভুবনে যে নাম মাখা,
যে নাম নিতে হাসিন ঊষার রাঙে রে কপোল।।

যে নাম গেয়ে ধায় রে নদী,
যে নাম সদা গায় জলধি,
যে নাম বহে নিরবধি পবন হিল্লোল।।

যে নাম রাজে মরু-সাহারায়,
যে নাম বাজে শ্রাবণ-ধারায়,
যে নাম চাহে কাবার মসজিদ
— মা আমিনার কোল।।

Tuesday, 11 June 2019

কিউঁ লোগ ইয়ে কেহতি হ্যায়, গমখারে নেহী মিলতা,

*কিউঁ লোগ ইয়ে কেহতি হ্যায়, গমখারে নেহী মিলতা,
তৈয়বা/মদিনে মে চলা জায়ে জিছে পিয়ার নেহী মিলতা।
*মিলতা হ্যায় ছুকু আখের ছরকারে কি ক্বদমো মে,
জব দিল কো কোয়ি সাচ্ছা, দিলদার নেহী মিলতা।
*হার গম মিটজাতা হ্যায়, ছরকারে কি ক্বদমো মে,
মিলতি হ্যায় দাওয়া লেকিন বিমার নেহী মিলতা।
*আও চলে তৈয়বা ম্যায় দুনিয়া কি তু আ'দত হ্যায়,
ছ' বার ছাওয়াল করি, একবার নেহী মিলতা।
*ওহ্ এককি নগরি হ্যায় সুলতানে দো'আলম কি,
জিছ নগরি ম্যায় ছুননে কো ইনকার নেহী মিলতা।
*ওহ্ দিন মেরা দিলুকি বেচাইন গুযরতা হ্যায়,
জিছ দিন কো ইয়ে পাণ্জ্ঞতানকা হুবদার নেহী মিলতা।
*** বাংলা অনুবাদ:
১। মানুষ কেন এ বলে, দুঃখ মোচনকারী মিলছে না!!!
মদিনা শরীফে(নবীর প্রেমে পাগল হও) চলে যাও, যার নিকট ভালবাসা মিলছে না।
২। তখন সর্বশেষ চোখের (মনের) প্রশান্তি মিলে, নবীজির ক্বদম (ভালবাসায়) মোবারকে,
যখন অন্তরের জন্য সত্যিকারের কোন মনের মানুষ মিলে না।
৩। সকল দুঃখ লাঘব হয়ে যাবে নবীজির ক্বদম (ভালবাসায়) মোবারকে,
(কেননা নবীজির ভালবাসায়) সব কিছুর ঔষধ( সমাধান) মিলে কিন্তু কোন অসুখ(সমস্যা) মিলে না।
৪। আস মদিনা শরীফে যাই (নবীর প্রেমে পাগল হই) (কেননা) দুনিয়ার স্বভাব হচ্ছে,
আমি তার (দুনিয়ার ভালবাসার) নিকট শতবারও চাই, (কিন্তু) একবারও কিছু মিলে না। (অথচ নবীর প্রেমে যা চাইবে, তা পাবে)
৫। উভয় জগতের সরদারের সেটা এমন একটি নগর (মদিনা শরীফ),
যা (সে নগরের নাম) শোনার পর ( কারো অন্তরে) অস্বীকার মিলে না।
৬। ঐ দিন (হাশরের দিন) আমার অন্তরে অশান্তি বিরাজ করবে,
যে দিন (হাশরের) যতক্ষন না এ পাঁচজনের (আউলাদে রাসুলগণের) ভালবাসা (সুপারিশ) মিলবে না।

Wednesday, 8 May 2019

বালাগাল উলা বিকামালিহি

=========================
বালাগাল উলা বিকামালিহি
কাশাফাদ্দোজা বিজামালিহি
হাসুনাত জামিউ খিছালিহি
সাল্লু আলাইহি ওয়ালিহি ॥

বাঁচিব না তোমায় ছাড়া
তোমাতে প্রাণ আত্মহারা
জলদি করে দাওগো দীদার
করছে জীবন ত্রাহি ত্রাহি ॥

তুমি আমার প্রিয় স্বজন
তুমি ছাড়া নয় কেউ আপন
সকল মত পথ ছেড়ে আমি
হয়ে গেলাম তোমার রাহী ॥

পাপে ভরা এ সংসারে
মন ছুটে যায় তোমার দ্বারে
উড়াল দিয়ে তোমার শহর
মদিনাতে যেতে চাহি ॥

বন্ধু তুমি মহান রবের
শ্রেষ্ঠ তুমি সৃষ্টিকুলের
কবুল করো আমায় তুমি
তোমার শানে গজল গাহি ॥

ধন্য হয়ে তোমার উম্মত
করবে জামিন সেই কিয়ামত
নেই যে শঙ্কা মোদের মনে
আমরা তোমার পতাকাবাহী ॥

মরণ তরী ভিঙবে যেদিন
ঢুকে যাবো লাশের কফিন
তোমার দয়ায় হই যেন গো
জান্নাতের মেহমান শাহী ॥

আমার আপন কেউ নেই
আমি তো আর নয় সেই
হারিয়ে গেছি অজানায়
প্রিয় নাও ডেকে মদিনায় ॥

তোমায় পাবার আশে পথে হাঁটা
তবু কেন হতাশায় পিছু হটা
দূর করে দাও নবী পথের কাঁটা
ডুবাও তোমার প্রেম দরিয়ায় ॥

কত শত স্বপ্নেরা মাথায় ঘুরে
আমার স্বপ্ন শুধু তোমাকে ঘিরে
তুমি হীন এ জীবন বঙ অসহায়
ছটপট করে যেন মরু সাহারায় ॥

তপ্ত হৃদয় বাগে বৃষ্টি ঢালো
ফারানের ঐ নূর জ্বালো জ্বালো
কাছে যেতে প্রাণপাখি ডানা ঝাপটায় ॥

তাজেদারে হারাম! হো নিগাহে কারাম

কিসমাত মে মেরি চ্যাইন সে জ্বীনা লিখ দে,
ডুবে না কাভি মেরা সাফিনা লিখ দে,
জান্নাত ভি গাঁওয়ারা হে লেকিন মেরে লিয়ে
অ্যায় কাতিবে তাক্বদীর! মাদিনা লিখ দে।

তাজেদারে হারাম! হো নিগাহে কারাম
হাম গারীবো কে দিন ভি সাঁওয়ার যায়েঙ্গে
হামিয়ে বেকাসা কেয়া কাহেগা জাহাঁ
আপকে দার সে খালি আগার যায়েঙ্গে।

তাজেদারে হারাম
তাজেদারে হারাম

কোয়ি আপনা নেহি গাম কে মারে হ্যায় হাম
আপকে দার পে ফারিয়াদ লায়ে হ্যায় হাম
হো নিগাহে কারাম ওয়ারনা চৌখাট পে হাম
আপকা নাম লে লে কে মার যায়েঙ্গে

তাজেদারে হারাম
তাজেদারে হারাম

কেয়া তুমসে কাহুঁ অ্যায় আরাব কে কুঁয়ার
তুম জানাত হো মান কি বাত্বিয়া
দারে ফুরক্বাত তো আয়ে উম্মি লাক্বাব
কাটেনা কাটাথ হ্যায় আব রাত্বিয়া
তোরে প্রিত ম্যায় সুদ বুদ সাব বিযরি
কাব তাক ইয়ে রাহেগি বেখাবরি
দাহে কা পিগান দুযদি দা নাজার
কাভি সুন ভি তো লো হামরি বাত্বিয়া
আপকে দার সে কোয়ি না খালি গায়া
আপনে দামান কো ভার কে সাওয়ালি গায়া।
হো হাবীবে হাযিঁ পার ভি আক্বা নাজার
ওয়ারনা অওরাকে হাস্তি বিখার যায়েঙ্গে

তাজেদারে হারাম
তাজেদারে হারাম

ম্যায়কাশো আও আও মাদিনে চালে
আও মাদিনে চালে, চালো মাদিনে চালে,
আও মাদিনে চালে, ইসি মাহিনে চালে
আও মাদিনে চালে, হাজ্ব কে মাহিনে চালে

তাজাল্লিয়ো কা আজাব হ্যায় ফিজাঁ মাদিনে মে,
নিগাহে শাওক কি হ্যায় ইন্তেহাঁ মাদিনে মে,
গামে হায়াত না খফে কাযা মাদিনে মে,
নামাজে ইশ্ক্ব কারেঙ্গে আদা মাদিনে মে,
বারাহে রাস হ্যায় রাহে খোদা মাদিনে মে।

আও মাদিনে চালে, চালো মাদিনে চালে,
আও মাদিনে চালে, ইসি মাহিনে চালে,
ম্যায়কাশো আও আও মাদিনে চালে
দাস্তে সাক্বিয়ে কাওসার সে পীনে চালে।
ইয়াদ রাক্ষো, আগার উঠগায়ি এক নাজার
যিতনে খালি হ্যায় সাব জাম ভার যায়েঙ্গ।

তাজেদারে হারাম
তাজেদারে হারাম

খফে তুফাঁ ভি হ্যায়, বিজলিয়ো কা হ্যায় ডার
সাক্ত মুশকিল হ্যায় আক্বা কিধার যায়ে হাম
আপ হি গার না লেঙ্গে, হামারি খাবার
হাম মুসিবাত কে মারে কিধার যায়েঙ্গে

তাজেদারে হারাম
তাজেদারে হারাম।

ইয়া মুস্তাফা, ইয়া মুজতাবা
ইরহামলানা, ইরহামলানা,
দামা তুহি, দামা তুহি,
মান আসিয়া, মান আজিজাম
মান বেকাসাম, হালে মারা
পু্র্সা তুহি, পুর্সা তুহি
অ্যায় মুশতাবে যাম্বার ফিশা
পাইকে নাসিমে সুবহা দাম
অ্যায় চারাগার ইনসানাফাস
অ্যায় মুনিসে বিমারে গাম
অ্যায় ক্বাসিদে পারখান্দাপায়ে
তুঝকো উছি গুর কে ক্বাসাম
ইন্নাল তায়ারি হাস সাবা
ইয়াওমুল ইলা আরদির হারাম
বাল্লিগ সালামি রওজাতান
ফিহান নাবী আল মুহতারাম

তাজেদারে হারাম হো নিগাহে কারাম।
হাম গারীবো কে দিল ভি সাঁওয়ার যায়েঙ্গে
হামিয়ে বেকাসাঁ, কেয়া কাহেগা জাহা
আপকা দার সে খালি আগার যায়েঙ্গে
তাজেদারে হারাম, তাজেদারে হারাম।

তলা আল বাদরু আলাইনা

---------------------
তলা আল বাদরু আলাইনা
মিনছানিইয়া তিল বিদায়ী
অজাবাস শুক্রু আলাইনা
মাদাআ লিল্লাহিদা।।

রাতের আঁধার কেটে কেটে
আকাশে চাঁদ উঠলো ঐ
সারা জাহানের দিগবিদিকে
আলোর ধারা ছুটলো ঐ।।

পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে হাসছে ঐ
সেই আলোতে নিখিল ভূবন আকুল হয়ে ভাসছে।।

মানবতার বন্ধু তিনি
রহমাতুল্লিল আলামীন
তাইতো শুকুর আদায় করে
কুল মাখলুকাত নিশিদিন।।

বিগড়ি হুই বান্তি হ্যায়

---আলহাজ্ব খোরশেদ আহমেদ---

বিগড়ি হুই বানতি হ্যায় হার বাত মাদিনে মে।
গামখারে মুহাম্মাদ (দঃ) কি হ্যায় জাত মাদিনে মে।

আও ভি গুনাহগারো পহচো  ভি মাদিনে মে,
বাটতি হ্যায় শাফা'আত কি খায়রাত মাদিনে মে।

জিস কি না সাহার হুয়ে আল্লাহ ক্বায়ামাত তাক,
অ্যায়সি ভি তো আযায়ে একরাত মাদিনে মে।

রেহমাত কি ঘাটায়ে হোঁ, রওজে পে নিগাহে হোঁ
অ্যায় কাশ য়ো আযায়ে লামহাত মাদিনে মে।

কুচ আশ্বকে নিদামাত কে, কুচ হার্ দুরুদো কে,
ইয়ে লেকে চালেঙ্গে হাম সওগাত মাদিনে মে।

ইসয়া কি সিয়াহি কো ধোঁ ডালে যো দাম ভার মে,
হোতি হে য়ো রেহমেত কি বারসাত মাদিনে মে।

ইয়ে আঁস নিয়াজি হে দুলহাঁ জিয়ারাত হো,
যায়েগি গুলামো কি বারাত মাদিনে মে।

যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়

-তোফাজ্জল হোসাইন খান-
------------------------
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়
এঁকেছি সে ফুল মোরা
মনের ওই কাবায়।।

হাবীবে খোদা তিনি নবী কামলিওয়ালা,
তাঁরই ছোঁইয়াতে আজো দুনিয়া উজালা,
তাঁরই বিরহে দু'চোখ
অশ্রু ঝরায়।।

গাহে গুণগান যার খোদ খোদাতায়ালা,
কবি- আকবি গাঁথে শত সুরমালা,
ঝরে ধারা অবিরত 
কভু না ফুরায়।।

যাঁরে খোদা ডেকে নিয়ে আরশ পাকে,
মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে,
তাঁরই প্রেমে কাতর এ বুক
জ্বলে পুড়ে যায়।।

Tuesday, 7 May 2019

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায় -কাজী নজরুল ইসলাম-

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।

ধুলির ধরা বেহেশ্ত আজ
জয় করিল, দিল রে লাজ,
আজকে খুশীর ঢল নেমেছে ধূসর সাহারায়।।

দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখের শাহাদাতের বানী সে শোনায়।।

আজকে যত পাপী তাপি
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।

নিখিল দরুদ পড়ে ল'ইয়ে ও নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম
জীন পরী ফেরেশ্তা ছালাম জানায় নবীর পায়।।

Sunday, 21 April 2019

★রাসুল নামে কে এলো মদিনায়★


রাসুল নামে কে এলো মদিনায় (২)
ওরে আকাশেরও চন্দ্র কেড়ে (২)
ও কে আনলো দুনিয়ায়(ঐ)

গলেতে তজবিরও মালা
কে জানে ঐ কামলি ওয়ালা (২)

ওরে আমার বুকের দরগাহতলা(২)
তারে ডেকে নিয়ে আয় (ঐ)

দেখি নাই শুনি নাই কথা
মানসে না সে মানসের ব্যাথা (২)

ওরে এমনও দরদির কথা (২)
শুনলে পরাণও জুড়ায় (ঐ)


অন্তরেতে থাকিবেনা ভয়

.........................................
অন্তরেতে থাকিবেনা ভয়
নবির প্রেমে যদি মরণ হয়(৪)

হাশর দিনে নফসি নফসি করিবেন সবি
সুপারিশকারী মোদের প্রিয় নবী

মুক্তি পাবো নবীর গোলাম দিলে পরিচয়(২)
নবীর প্রেমে যদি মরণ হয়(ঐ)

 আমলনামা খুলবে যখন আল্লাহ তায়ালা
আল্লাহর কাছে করবেন দোয়া মদিনা ওয়ালা (২)

এই ধরাতে নবীর নামটি বড় মধুময় (২)
নবীর প্রেমে যদি মরণ হয় (ঐ)

দিন রজনী শয়ে গেল কত যে ব্যাথা
ভুলিতে না পারিতেন উম্মতের কথা(২)
নবীর প্রেমে যদি মরণ হয়(ঐ)

ক্যাসিদায়ে বুঁরদা শরীফ

       বিসমিল্লাহির রাহমানির রাহিম
          ক্যাসিদায়ে বুঁরদা শরীফ
..........................................................
ম্যাওলা ইয়া সাল্লি ওয়াসাল্লিম দা-ঈমান আবাদান
আলা হাবীবিকা খায়রিল খালকি কুল্লিহি-মি (২)

মুহাম্মাদুন স্যাইয়েদুল খ্যাও-নাইনি ওয়া স্যাকালাইন
 মুহাম্মাদুন স্যাইয়েদুল খ্যাও-নাইনি ওয়া স্যাকালাইনি ওয়াল ফারি
খ্যাইনি মীন উরুবি ওয়া নীন আজ-মী(ঐ)

হু-ওয়াল হাবিবুল্লাযি তুরযা সাফা-য়াতাতুহু (২)
লি-খুল্লি হ্যাওলিম মিনাল আহ-ওয়ালি মুক্তাহামি (ঐ)

ছুম্মা রিদওয়া আন-আবিবক্করি, ওয়া আন ওমারীন(২)
ওয়া আন-আরি ইউওয়া উছ বাদ-দীল ক্যারামি(ঐ)

ইয়া রব্বী বিল মুস্তফা বাললিগমা ক্যাসিদানা(২)
ওয়াগফিরলানা মা-মা দোয়া ইয়া ওসিয়্যাল ক্যারামি(ঐ)

আল্লাহ ওগো আল্লাহ

আল্লাহ ওগো আল্লাহ ==================== আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও (২) যত দিন এই জীবন বিনা বাজিবে সু পথে চালাও মাফ করে...