Sunday, 21 April 2019

তুমি রহমান

কাজী নজরুল ইসলাম

তুমি রহমান, তুমি মেহেরবান
অন্ধ গাহেনা শুধু তোমারি গুনগান
বুঝেও বুঝেনা তব শান।।

জনম জনম যদি গাহি
তোমারি করুণা গাওয়া
শেষ হবে নাহি।(২)
ভরেও ভরে না যেন
সাহার এ প্রাণ।।


তোমারি করুণা ঘেরা
সারা দুনিয়া
সেকথা ভাবেন শুধু
বধির হিয়া।
কখনও তোমারে যদি ভুলি
হেদায়াতের আলো দিয়ে
নিও কাছে তুলি।

ঠাই দিও প্রিয়তম
ওগো দয়াময়।।

No comments:

Post a Comment

আল্লাহ ওগো আল্লাহ

আল্লাহ ওগো আল্লাহ ==================== আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও (২) যত দিন এই জীবন বিনা বাজিবে সু পথে চালাও মাফ করে...